বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

সিরিয়ায় বিধ্বস্ত রুশ সামরিক বিমান, ইসরায়েলকে দায়ী করছে মস্কো

সিরিয়ার একটি রুশ বিমান ভূপাতিত হওয়ার ঘটনায় ইসরায়েলকে দোষারোপ করছে রাশিয়া। গতকাল তারা ইসরায়েলের প্রতি হুঁশিয়ারি দিয়ে জানায়, এই ঘটনা ইসরায়েলের আগ্রাসী আচরণ বলে বিবেচনা করছে তারা। বিমানটি বিধ্বস্ত হলে ১৫ জন রুশ সৈন্য নিহত হন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তাদের বিমানটিকে ঢাল হিসেবে ব্যবহার করে ইসরায়েলি বিমান থেকে সিরিয়ায় বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হচ্ছিল। মস্কো বলছে, এই আচরণ শত্রুতামূলক এবং এর মাধ্যমে উস্কানি দেওয়া হয়েছে। এর পরপরই রাশিয়ার পক্ষ থেকে ইসরায়েলকে সতর্ক করে দেওয়া হয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো ইচ্ছে করেই রাশিয়ার ইলিউশিন-আইএল-টুয়েন্টি বিমানটিকে বিপদের মুখে ঠেলে দিয়েছে। ইসরায়েলি বিমানগুলো যে সিরিয়ার টার্গেটের ওপর হামলা চালাচ্ছিল, সেটির ব্যাপারে তারা রুশদের আগাম সতর্কতা দিয়েছিল মাত্র এক মিনিট আগে, যখন আর কিছু করার সময় ছিল না। এর আগে সোমবার সিরিয়ার স্থানীয় সময় রাত ১১ টায় রুশ বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। রাশিয়া বলেছে, রুশ বিমানটিকে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ‘লাইন অব ফায়ারে’ ঠেলে দিয়েছিল। ইসরায়েলি সামরিক বাহিনীর দায়িত্বজ্ঞানহীন কাজের কারণে ১৫ জন রুশ সেনাকে প্রাণ হারাতে হলো। এর একটা যথাযথ জবাব তারা দেবে। বিবিসি

সর্বশেষ খবর