abcdefg
international || Bangladesh Pratidin

শিরোনাম
‘ইয়েমেনি শিশুরা এতই দুর্বল যে, কাঁদতেও পারছে না’ ‘ইয়েমেনি শিশুরা এতই দুর্বল যে, কাঁদতেও পারছে না’

সৌদি নেতৃত্বাধীন জোটের আগ্রাসনের কারণে খাদ্য ও জ্বালানির মূল্য বেড়ে যাওয়ায় ইয়েমেনে ৫০ লাখেরও বেশি শিশু দুর্ভিক্ষ ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন। সংস্থাটির নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, লোহিত সাগরের হুদাইদা বন্দর থেকে রসদ সরবরাহ ব্যাহত হওয়ায় দেশটিতে খাদ্যাভাব নজিরবিহীন পর্যায়ে চলে যাবে। সেক্ষেত্রে দেশটিতে নতুন করে আরও ১০ লাখ শিশু দুর্ভিক্ষের ঝুঁকির মুখে পড়বে। এতে সব মিলিয়ে ৫২ লাখ শিশু চরম দুর্ভিক্ষঝুঁকিতে রয়েছে। সেভ দ্য চিলড্রেনের প্রধান নির্বাহী হেল থর্নিং-শ্মিট, ‘লাখ লাখ শিশু জানে না পরবর্তী খাবারটি কখন পাবে অথবা আদৌ পাবে কি না। উত্তর ইয়েমেনের (বিদ্রোহী নিয়ন্ত্রিত) একটি হাসপাতালে গিয়েছিলাম, সেখানে শিশুদের কান্না করারও শক্তি নেই, ক্ষুধায় তাদের দেহ অবসন্ন হয়ে গেছে।’ গত মাসে সেভ দ্য চিলড্রেন জানায়, ভয়াবহ অপুষ্টিতে ভোগা পাঁচ বছরের কম বয়সী ৪ লাখ…

সর্বশেষ খবর