শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

উ. কোরিয়ার সঙ্গে ফের আলোচনা চায় যুক্তরাষ্ট্র

উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণের লক্ষ্যে পিয়ংইয়ংয়ের সঙ্গে ফের আলোচনা শুরু করতে চায় যুক্তরাষ্ট্র। এ জন্য তারা প্রস্তুত আছেন বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তবে এবার প্রথমবারের মতো উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণের জন্য ২০২১ সালের সময়সীমা উল্লেখ করেছেন তিনি, এ লক্ষ্যকে সামনে রেখে আলোচনা শুরু করতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন। জুনে সিঙ্গাপুরে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঐতিহাসিক চুক্তির পর উভয়পক্ষের মধ্যে চলা আলোচনা বেশ কিছুদিনের জন্য থমকে গিয়েছিল। পিয়ংইয়ংয়ে পম্পেওর নির্ধারিত একটি সফর শেষ মুহূর্তে বাতিল করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু গত তিন দিন দুই কোরিয়ার শীর্ষ সম্মেলনে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার দেশের অন্যতম বড় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র  বন্ধে রাজি আছেন বলে জানান। এসব ‘গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতির ভিত্তিতে’ যুক্তরাষ্ট্র ‘দ্রুত আলোচনায় বসতে প্রস্তুত’ বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এক বিবৃতিতে পম্পেও বলেছেন, আগামী সপ্তাহে নিউ ইয়র্কে তার সঙ্গে বৈঠক করতে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং-হোকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। বিবিসি।

সর্বশেষ খবর