Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রাণঘাতী দুর্ভিক্ষের মুখে ইয়েমেন

প্রাণঘাতী দুর্ভিক্ষের মুখে ইয়েমেন

খাবারের অভাব, খাবারের দামের ঊর্ধ্বগতি ও দেশের প্রধান বন্দর এলাকায় যুদ্ধ তীব্র হওয়ায় ইয়েমেনে যে কোনো সময় বড় ধরনের দুর্ভিক্ষ দেখা দিতে পারে বলে সতর্ক করে দিয়েছেন জাতিসংঘের মানবিক ত্রাণ কার্যক্রমের প্রধান মার্ক লোকোক। এই দুর্ভিক্ষে ব্যাপক প্রাণহানির আশঙ্কাও করছেন তিনি। এর আগে আন্তর্জাতিক দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, সৌদি নেতৃত্বাধীন জোটের আগ্রাসনের কারণে খাদ্য ও জ্বালানির মূল্য বেড়ে যাওয়ায় ইয়েমেনে ৫০ লাখেরও বেশি শিশু দুর্ভিক্ষঝুঁকিতে রয়েছে। সংস্থাটির প্রধান নির্বাহী হেল থর্নিং-শ্মিট, ‘লাখ লাখ শিশু জানে না পরবর্তী খাবারটি কখন পাবে অথবা আদৌ পাবে কি না। উত্তর ইয়েমেনের (বিদ্রোহী নিয়ন্ত্রিত) একটি হাসপাতালে গিয়েছিলাম, সেখানে শিশুদের কান্না করারও শক্তি নেই, ক্ষুধায় তাদের দেহ অবসন্ন হয়ে গেছে।’ এদিকে জাতিসংঘের মানবিক ত্রাণ কার্যক্রমের প্রধান মার্ক লোকোক বলেন, এখন একটি অনিবার্য…

সর্বশেষ খবর