মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হুমকি ইরানের

সামরিক কুচকাওয়াজে হামলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জড়িত থাকার অভিযোগ করে দেশ দুটির বিরুদ্ধে ‘রক্তক্ষয়ী ও অভাবনীয়’ প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। রবিবার ইরানের সেনাবাহিনীর উপ-প্রধান এই হুমকি দিয়েছেন। এক বিবৃতিতে সেনাবাহিনীও প্রতিশোধ নেওয়ার অঙ্গীকারের কথা জানিয়েছে। শনিবার সামরিক বাহিনীর কুচকাওয়াজ চলাকালে ইরানের খুজেস্তান প্রদেশে জঙ্গি হামলা হয়। অজ্ঞাত বন্দুকধারীদের ওই হামলায় ২৯ জন নিহত হয়। আহত হয়েছেন আরও ৭০ জন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে সেনাবাহিনীর উপ-প্রধান হোসেইন সালামি বলেন, আপনারা আমাদের প্রতিশোধ নেওয়া অতীতে দেখেছেন। আপনারা মনে রাখুন, আমাদের প্রতিশোধ হবে রক্তক্ষয়ী ও অভাবনীয়। যা করেছেন সেটার জন্য আপনাদের অনুশোচনায় পড়তে হবে। এদিকে ওই ঘটনার কারণ খুঁজতে ইরানকে ‘আয়নায় তাকাতে’ বলেছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। হামলার দায় অস্বীকার করে যুক্তরাষ্ট্র বলেছে, তারা ‘যে কোনো সন্ত্রাসী হামলার’ নিন্দা জানায়।

 জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেছেন, ‘হাসান রুহানি তার জনগণকে দীর্ঘদিন ধরে দমন করে রেখেছেন’। সিএনএনকে তিনি বলেন, ‘তিনি (ইরানের প্রেসিডেন্ট) চান তো আমাদের দোষারোপ করতে পারেন, কিন্তু তার উচিত আয়নায় তাকানো।’

সর্বশেষ খবর