বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

জাতিসংঘের সভায় তিন মাসের অরোহা

জাতিসংঘের সভায় তিন মাসের অরোহা

সন্ত্রাসবাদের মোকাবিলা, বিশ্ব শান্তি, শরণার্থী সংকট থেকে শুরু করে নানা জটিল বিষয়। বিশ্বের প্রায় সব দেশের শীর্ষ নেতাদের গুরুগম্ভীর আলোচনা হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদ সভায়। কিন্তু তার মধ্যেই নতুন এক নজির গড়ল নিউজিল্যান্ডের এক খুদে জাতিসংঘের সভায় কনিষ্ঠতম ‘সদস্য’ হিসেবে অভিষেক ঘটল সে দেশের নারী প্রধানমন্ত্রীর মেয়ে নেভে-তে অরোহা গেফোর্ট। আর বিশ্বের নানা জটিল আলোচনার মধ্যেও কার্যত মধ্যমণি অরোহা। বিষয়টা কী? মাস তিনেক আগে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেনের কোল আলো করে এসেছে প্রথম কন্যাসন্তান। এর মধ্যেই চলে এসেছে জাতিসংঘের সাধারণ সভা। সেখানে যোগ দিতেই হবে। তাই তিন মাসের অরোহাকে নিয়েই নিউইয়র্কে জেসিন্ডা। গতকাল যখন শান্তি আলাচনা নিয়ে সভায় বক্তব্য রাখছেন, অরোহা তখন গেফোর্ডের কোলে। খুদে সদস্যের উপস্থিতিতে যারপরনাই আহ্লাদিত জাতিসংঘ। সংস্থার মুখপাত্র স্টেফানে দুজারিক বলেছেন, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী দেখিয়ে দিয়েছেন, একজন নারী প্রধানমন্ত্রী তার শিশুকন্যাকে নিয়ে সম্মেলনে যোগ দিচ্ছেন, নারীর সমানাধিকারে এর চেয়ে বড় দৃষ্টান্ত আর কি হতে পারে।’

সর্বশেষ খবর