বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

অনাস্থা ভোটে পদ হারালেন সুইডিশ প্রধানমন্ত্রী

সুইডেনের পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে পদত্যাগ করতে হচ্ছে প্রধানমন্ত্রী স্টেফান লফভেনকে। ৯ সেপ্টেম্বরের সাধারণ নির্বাচনে দেশটিতে ঝুলন্ত পার্লামেন্ট এবং নব্য জাতীয়তাবাদী দলের প্রতি সমর্থনে গতকাল পার্লামেন্টে ওই অনাস্থা ভোট হয়। অভিবাসন-বিরোধী কট্টর ডানপন্থি পার্টি সুইডেন ডেমোক্র্যাটেসের সঙ্গে মিলে মধ্য ডান পার্টিগুলোও লফভেনের বিপক্ষে ভোট দিয়েছে। তার বিপক্ষে পড়েছে ২০৪ ভোট এবং পক্ষে পড়েছে ১৪২ ভোট। চার বছরের শাসনক্ষমতা থেকে তিনি সরে যাওয়ার পর পার্লামেন্টের স্পিকার একজন নতুন নেতার নাম প্রস্তাব করবেন। তবে সুইডেনের পার্লামেন্টে কোনো প্রধান রাজনৈতিক দলই সংখ্যাগরিষ্ঠ না হওয়ায় কারা পরবর্তী সরকার গঠন করবে তা  নিয়ে অনিশ্চয়তা আছে।

সর্বশেষ খবর