শিরোনাম
বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা
অ ন্য খ ব র

আত্মহত্যা প্রতিরোধ মন্ত্রী

আত্মহত্যা প্রতিরোধে এবার মন্ত্রী নিয়োগ দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। এ নিয়োগের মাধ্যমে প্রথমবারের মতো বিশ্ব পেতে যাচ্ছে আত্মহত্যা প্রতিরোধবিষয়ক মন্ত্রী। সিএনএন এর প্রতিবেদনে বলা হয়, প্রতি বছর যুক্তরাজ্যে প্রায় সাড়ে ৪ হাজার মানুষ আত্মহত্যা করে। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসকে উপলক্ষ করে মানুষের এই করুণ পরিণতি ঠেকাতেই মন্ত্রী নিয়োগ দিল ব্রিটিশ সরকার। ব্রিটিশ কনজারভেটিভ দলের এমপি ও স্বাস্থ্যমন্ত্রী জ্যাকি ডোয়েল প্রাইসকে নতুন এ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আত্মহত্যা প্রতিরোধে সরকারি পদক্ষেপ হিসেবে নতুন এ মন্ত্রণালয় করে তাকে নিয়োগ দেওয়া হলো। দেশটিতে ৪৫ বছরের কম বয়সী পুরুষদের মৃত্যুর অন্যতম একটি কারণ হলো আত্মহত্যা। সদ্য গঠিত এ মন্ত্রণালয়ের কাজ হবে, বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে আত্মহত্যা ও আত্মবিনাশী কার্যক্রমগুলো নিয়ে কাজ করা। এছাড়াও বিভিন্ন ধরনের চ্যারিটি, চিকিৎসকসহ মূলত যারা আত্মহত্যার কারণে ক্ষতির সম্মুখীন হয় তাদেরকে সহযোগিতা করা। সিএনএন

সর্বশেষ খবর