শিরোনাম
মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ইরানের সরকার পরিবর্তনই করতে মরিয়া যুক্তরাষ্ট্র

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্র  ইরানকে তাদের ক্রীড়নক করতে চায়। এ জন্য বর্তমান সরকার ও রাষ্ট্র ব্যবস্থাকেই পরিবর্তনের যড়যন্ত্র করছে। এ জন্যই তারা ইরানের সরকার পরিবর্তন করতে চায়। রবিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে তিনি এ দাবি করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে মানসিক ও অর্থনৈতিক সংঘর্ষে লিপ্ত হয়েছে। তারা ইরানের ইসলামি বিপ্লবী সরকারকে অবৈধ বলে উত্খাত করতে  চায়।  রুহানি  আরও  দাবি  করেন,  ইরানের ইসলামী সরকারকে অবৈধ প্রমাণ করাই তাদের আসল উদ্দেশ্য। উল্লেখ্য, ইরান পরমাণু সমঝোতা চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে আসার পর  থেকে দেশ দুটির মধ্যকার সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। যুক্তরাষ্ট্র ইরানের ওপর সর্বাত্মক অবরোধ আরোপ করেছে। ইরান দাবি করছে ইরানিদের মধ্যে বর্তমান সরকারকে অজনপ্রিয় করে তোলার জন্যেই এ পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র।

সর্বশেষ খবর