মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ট্রাম্প ও এরদোগানকে ফোন করলেন বাদশাহ সালমান

খাসোগি অন্তর্ধানের ঘটনায় সৌদি বাদশা সালমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তায়েপ এরদোগানের সঙ্গে ফোনে কথা বলেছেন। ফোনালাপের পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, সৌদি সাংবাদিক জামাল খাসোগি নিখোঁজের বিষয়টি নিয়ে সৌদি আরবের বাদশাহ সালমানের সঙ্গে তার কথা হয়েছে এবং এ ব্যাপারে সালমান কিছু জানেন না বলে জানিয়েছেন। গতকাল ২০ মিনিটের মতো বাদশাহর সঙ্গে কথা হয়েছে জানিয়ে ট্রাম্প বলেন, তিনি (সালমান) জোরালোভাবেই খাসোগির অন্তর্ধানের ঘটনায় কিছু জানা থাকার কথা অস্বীকার করেছেন। ‘তার সঙ্গে কথা বলে মনে হয়েছে খাসোগি নিখোঁজ হওয়ার পেছনে দুর্বৃত্ত ঘাতকরা জড়িত থাকতে পারে...কে জানে?’, বলেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমি সালমানকে বলেছি, বিশ্ব এদিকে নজর রাখছে।’

এর আগে রবিবার রাতে তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।  খাসোগির নিখোঁজ হয়ে যাওয়ার ব্যাপারে সৌদি আরবের ওপর যে প্রচণ্ড আন্তর্জাতিক চাপ সৃষ্টি হয়েছে তা কমানোর জন্যই সালমান এরদোগানকে ফোন করেন।

সর্বশেষ খবর