মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

‘মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ডেমোক্র্যাটঘেঁষা’ পদত্যাগের গুঞ্জন

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস ‘ডেমোক্র্যাটঘেঁষা’ বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম সিবিএসের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। তার পদত্যাগের সম্ভাবনা রয়েছে বলেও উল্লেখ করেন ট্রাম্প। রবিবার টেলিভিশনে সম্প্রচারিত ওই সাক্ষাৎকারে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়, তিনি ম্যাটিসের পদত্যাগ চান কি না। উত্তরে তিনি বলেন, ‘তিনি (ম্যাটিস) হয়তো পদত্যাগ করবেন। প্রকৃতপক্ষে আমার কাছে তাকে ডেমোক্র্যাটঘেঁষা মনে হয়। তবে তিনি একজন ভালো মানুষ। তার সঙ্গে আমার চমৎকার সম্পর্ক রয়েছে। কোনো এক সময় তো প্রত্যেকেই চলে যায়।’ ট্রাম্প বলেন, দুই দিন আগেও আমরা একসঙ্গে দুপুরের খাবার খেয়েছি। তখন ম্যাটিস পদত্যাগ নিয়ে কোনো কথা বলেননি।

ট্রাম্প বলেন, ‘আমি চারদিকে পরিবর্তন নিয়ে আসছি। এই অধিকার আমার রয়েছে। আমার কাছে অসাধারণ লোকজন প্রস্তুত আছেন। তারা প্রশাসনে যুক্ত হবেন।  বেশ কিছুদিন ধরেই অবশ্য ম্যাটিসের পদত্যাগের গুঞ্জন শোনা যাচ্ছিল। গত ৫ সেপ্টেম্বর নিউইয়র্ক টাইমসে একটি   বেনামি উপসম্পাদকীয় প্রকাশের ঘটনায় তার নাম সামনে আসে।

সর্বশেষ খবর