মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

বিমান থেকে পড়ে গেলেন বিমানবালা

মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ থেকে পড়ে গেছেন এক বিমানবালা। গতকাল সকালে এয়ার ইন্ডিয়ার নয়া দিল্লিগামী এআই ৮৬৪ ফ্লাইটে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এয়ারলাইনটি। এ ঘটনায় ৫৩ বছর বয়সী ওই বিমানবালা আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পড়ে যাওয়ার সময় তিনি উড়োজাহাজটির দরজা বন্ধ করছিলেন বলে জানানো হয়েছে। ঘটনাটিকে ‘দুর্ভাগ্যজনক’ বর্ণনা করে বিষয়টি তদন্ত করে দেখার প্রতিশ্রুতি দিয়েছে এয়ার ইন্ডিয়া। এক বিবৃতিতে এয়ার লাইনটি বলেছে, ‘দুর্ভাগ্যজনক একটি ঘটনায় আমাদের একজন কেবিন ক্রু (সদস্য), হার্শা লোবো, দরজা বন্ধ করার সময় বোয়িং-৭৭৭ উড়োজাহাজ থেকে টারমাকে পড়ে যান। এতে তার পা জখম হয়েছে এবং চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।’ বছর তিনেক আগে একই বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার এক প্রকৌশলী একটি উড়োজাহাজের  চলন্ত ইঞ্জিনের টানে আটকা পড়ে মারা গিয়েছিলেন। এনডিটিভি

সর্বশেষ খবর