মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা
অন্য খবর

ধুপ করে পড়ল সাপ

দক্ষিণ চীনের ন্যানিং শহর। সেখানে গুয়ানজি ঝুয়াং ব্যাংকের শিন চেং শাখার কর্মীদের বৈঠক চলছিল। সবাই মগ্ন বৈঠক নিয়ে। কিন্তু বৈঠক স্থলের মাঝে হঠাৎ করে ওপর থেকে ভারী কিছু একটা ধুপ করে পড়ে। সবার আগ্রহ চলে যায় পড়া জিনিসটির ওপর। কিন্তু সেটি দেখার পর তো সবার চোখ ছানাবড়া। মেঝেতে পড়েছে বড় আকারের একটা পাইথন। সঙ্গে সঙ্গে সবাই ভয়ে চিৎকার করে ওঠে এবং দিগ্বিদিক ছুটে যান। দেড় মিটার লম্বা ও পাঁচ কেজি ওজনের সাপটি অপ্রত্যাশিতভাবেই ভিতরে ঢুকেছিল বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

সাপটি যখন সিলিং থেকে নিচে পড়ে, তখন ব্যাংকের কর্মকর্তারা দাঁড়িয়ে কথা বলছিলেন। পরে সাপুড়ে এসে সাপটি উদ্ধার করে।সাপটি এক নারী কর্মকর্তার গা ছুঁয়ে নিচে পড়ে। প্রথমে কিছুটা ভারসাম্যহীন অবস্থায় থাকলেও পরে দ্রুত অন্য একটি কক্ষে গিয়ে সোফার নিচে লুকিয়ে পড়ে এটি। পরে সাপুড়ে এসে সাপটি উদ্ধার করে। সাপটি অবশ্য বিষধর ছিল না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর