বুধবার, ২৪ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

এত বড় সেতু!

এত বড় সেতু!

উদ্বোধন করা হলো চীনের হংকং-ঝুহাই-ম্যাকাও সেতু। আর এই সেতু এমন একটি সেতু যার দৈর্ঘ্য ৫৫ কিলোমিটার।  গতকাল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই সেতুর উদ্বোধন করেন। এটি বিশ্বের সবচেয়ে বড় সেতু। ২০ বিলিয়ন বা ২ হাজার কোটি ডলার ব্যয়ে তৈরি সেতুতে ৪ লাখ টন স্টিল ব্যবহার করা হয়েছে।  নির্মাণকাজ কয়েকবার পিছিয়ে যায়। কিন্তু দেশটি সমালোচনাকে পাশ কাটিয়ে ৯ বছরে তৈরি করে ফেলেছে সেতুটি। চীনের নদী পার্ল রিভারের ওপর দিয়ে সেতুটি সমুদ্র পার হয়ে চলে গেছে ওপারে। যাত্রাপথে সেতুটি আরও ১১টি বড় শহরকে যুক্ত করেছে। দক্ষিণ চীনের গুরুত্বপূর্ণ তিন উপকূলীয় শহর হংকং, ম্যাকাও ও ঝুহাইকে সংযুক্ত করা সেতুটি ভূমিকম্প ও শক্তিশালী টাইফুনের আঘাতেও দাঁড়িয়ে থাকার উপযোগী করে বানানো হয়েছে। জাহাজ চলাচলের সুবিধার্থে সেতুটির মাঝামাঝি ৬ দশমিক ৭ কিলোমিটার অংশকে সাগরের নিচ দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। দুই পাশে দুটি কৃত্রিম দ্বীপের মধ্য দিয়ে সেতুটি সাগরের নিচের ওই টানেলে নেমে গেছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর