বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

খাশোগির লাশের খোঁজ চান চেঙ্গিস

সৌদি আরবের নিহত সাংবাদিক জামাল খাশোগির মরদেহ কোথায় আছে তা প্রকাশের দাবি জানিয়েছেন তার বাগদত্তা হাতিস চেঙ্গিস। খাশোগির সম্মানে লন্ডনে আয়োজিত ইন্টারন্যাশনাল কমিউনিটির এক অনুষ্ঠানে তিনি এ দাবি জানান। এ সময় সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের প্রতি সত্য প্রকাশ ও নির্দেশ দাতার শাস্তি দাবি করেন। মধ্যপ্রাচ্য পর্যবেক্ষণকারী ব্রিটিশ সংস্থা মিডলইস্ট মনিটর ও আল শার্ক ফোরাম জামাল খাশোগিকে নিয়ে সোমবার লন্ডনে একটি শোকসভার আয়োজন করে। ওই সভায়ই বক্তব্য দেন তার বাগদত্তা হাতিস। আবেগঘন বক্তব্যে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি তার (খাশোগির) লাশ কোথায় আছে সৌদি আরব তা জানে। তাদের আমার দাবির জবাব দেওয়া উচিত। এটা শুধু একজন বাগদত্তার দাবিই নয়, এটা একটি মানবিক ও ইসলামী দাবিও’। তিনি বলেন, আমি চাই এ হত্যাকাণ্ডের সুবিচার হোক। যারা আমার প্রিয়তম খাশোগিকে হত্যা করেছে শুধু তাদের বিচার নয়, এর সঙ্গে যারা এ হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছে এবং হত্যার নির্দেশ দিয়েছে তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। সৌদি প্রসিকিউটরের সঙ্গে বৈঠক নিয়ে ‘অসন্তুষ্ট’ তুরস্ক : খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় তুরস্ক সফরকারী সৌদি আরবের শীর্ষ প্রসিকিউটর সৌদ আল-মোজেবের সঙ্গে বৈঠক নিয়ে ‘অসন্তুষ্ট’ আঙ্কারা। হত্যাকাণ্ডের বিষয়ে রিয়াদ থেকে ইস্তাম্বুল পৌঁছান সৌদি প্রসিকিউটর মোজেব। এ ঘটনায় সৌদিতে আটক ১৮ সন্দেহভাজনের তথ্য তুরস্ককে সরবরাহ করতে দেশটি সফরে যান তিনি। কিন্তু সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, শেষ পর্যন্ত আঙ্কারাকে এ সংক্রান্ত কোনো তথ্য দেননি তিনি। তুরস্কের কর্মকর্তারা ওই সন্দেহভাজনদের তুর্কিতে এনে জিজ্ঞাসাবাদ করতে আগ্রহী। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগানও খুনিচক্রের সন্দেহভাজন ১৮ জনকে আঙ্কারার হাতে তুলে দিতে রিয়াদের প্রতি আহ্বান জানিয়েছেন। আল জাজিরা

সর্বশেষ খবর