বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

যাত্রীদের খোঁজে সাগরে তল্লাশি

ইন্দোনেশিয়ায় বিমান দুর্ঘটনা

উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যে বিধ্বস্ত লায়ন এয়ারের উড়োজাহাজের ব্ল্যাকবক্স রেকর্ডার ও যাত্রীদের খোঁজে সমুদ্রের নিচে অনুসন্ধানকারী ব্লুটুথ রেডিও ট্রান্সমিটার (বিকন) ও ড্রোন মোতায়েন করেছে ইন্দোনেশিয়া। কী কারণে প্রায় নতুন এ বিমানটি বিধ্বস্ত হলো, ব্ল্যাকবক্স পেলে সে সম্পর্কে ধারণা করা যাবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। গতকাল ব্যাপকভিত্তিতে এ তল্লাশি শুরু হয়েছে। সাগরের যে এলাকায় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে সেখানে পানির নিচে ৩০ থেকে ৩৫ মিটার গভীরে অনুসন্ধান চালাচ্ছেন ডুবুরিরা। সোমবার জাকার্তা থেকে ওড়ার ১৩ মিনিটের মাথায় লায়ন এয়ারের বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ ফ্লাইটটির সঙ্গে গ্রাউন্ড স্টাফদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। স্থানীয় সময় ভোর ৬টা ২০ মিনিটে ওড়া বিমানটির ১ ঘণ্টার মধ্যে পাংকাল পিনাং শহরে পৌঁছানোর কথা ছিল। ১৮৯ যাত্রী নিয়ে উড়োজাহাজটি জাভা সাগরে বিধ্বস্ত হয়। ইন্দোনেশিয়ার যোগাযোগ নিরাপত্তাবিষয়ক প্যানেলের প্রধান সোয়েরজানতো তিজাহজোনো বলেন, ‘আশা করছি দ্রুতই আমরা ধ্বংসাবশেষ কিংবা উড়োজাহাজটির কাঠামো খুঁজে পাব।’ সোমবার পশ্চিম জাভার কারাওয়াং উপকূলের কাছে যেখানে বিমানটির কিছু ধ্বংসাবশেষ মিলেছিল, সেখানকার পানির নিচেও চারটি অনুসন্ধানকারী যন্ত্র মোতায়েন করা হয়েছে।  ধ্বংসাবশেষ ও নিখোঁজদের সন্ধানে ১৫টি নৌযানও অভিযান চালাচ্ছে। রাতে উদ্ধার অভিযান বন্ধ থাকলেও অনুসন্ধানকারী যন্ত্রগুলো ও আন্ডারওয়াটার বিকনটি অনুসন্ধান অব্যাহত রেখেছিল। বিধ্বস্ত বিমানটির কেউই বেঁচে নেই বলে এর আগে আশঙ্কার কথা জানিয়েছিলেন ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান সংস্থার মুখপাত্র ইউসুফ লতিফ।

সর্বশেষ খবর