রবিবার, ১১ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

খাশোগির দেহ অ্যাসিডে গলিয়ে ফেলে দেওয়া হয় ড্রেনে

তুর্কি সংবাদ মাধ্যমের দাবি

খাশোগির দেহ অ্যাসিডে গলিয়ে ফেলে দেওয়া হয় ড্রেনে

সৌদি সাংবাদিক জামাল খাশোগির হত্যাকারীরা তার মৃতদেহ অ্যাসিডে গলিয়ে দেহাবশেষ ড্রেনে ফেলে দেয় বলে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে। গতকাল তুরস্কের সরকারপন্থি ‘দৈনিক সাবাহ’র প্রতিবেদনে বলা হয়েছে, ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটের ড্রেন থেকে সংগ্রহ করা নমুনায় অ্যাসিডের সন্ধান পাওয়া গেছে।

প্রতিবেদনটিতে এ তথ্যের সূত্রের উল্লেখ না করে বলা হয়েছে, ওই নমুনায় অ্যাসিডের উপস্থিতি পাওয়ার পর তদন্তকারীরা ধারণা করছেন খাশোগির মৃতদেহ তরলে পরিণত করে ড্রেনে ফেলে দেওয়া হয়েছে। খাশোগিকে শেষবার ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে প্রবেশ করতে দেখা গিয়েছিল। আসন্ন বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জোগাড় করতে নিজ দেশের ওই কনস্যুলেটে গিয়েছিলেন তিনি। তারপর থেকে তার বা তার মৃতদেহের কোনো খোঁজ পাওয়া যায়নি। বারবার অস্বীকার করার পর সৌদি আরব শেষ পর্যন্ত স্বীকার করে ওই কূটনৈতিক মিশনে ‘অসৎ’ এক অভিযানে খাশোগি খুন হয়েছেন। সৌদি আরব যাই বলুক, তুরস্কের প্রেসিডেন্ট রিপেস তাইয়েপ এরদোগান এই খুনের আদেশ দেওয়ার জন্য সৌদি আরবের ‘সর্বোচ্চ পর্যায়কেই’ দায়ী করেছেন। তুরস্কের কোনো কোনো কর্মকর্তা এই খুনের জন্য সৌদি আরবের সর্বক্ষমতার অধিকারী ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের দিকেই আঙ্গুল তুলেছেন।

সর্বশেষ খবর