বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

গাজায় ইসরায়েলি হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় আরও পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর গাজা উপত্যকা থেকে ইসরায়েলের ছোড়া রকেটের আঘাতে নিহত হয়েছে এক ইসরায়েলি বেসামরিক নাগরিক। সোমবার নতুন করে এ সহিংসতা হয়। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গুপ্ত অভিযানে অন্তত সাত ফিলিস্তিনি নিহত হওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ?আবারও হামলা চালাল ইসরায়েল। ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে নতুন করে শুরু হওয়া এ উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে ২০১৪ সালের যুদ্ধ পরবর্তী সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি বলে মনে করা হচ্ছে।

রবিবার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ঢুকে ৭ জনকে হত্যা করে দখলদার ইসরায়েলি বাহিনী। নিহতদের মধ্যে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষস্থানীয় কমান্ডারও রয়েছেন। এছাড়া স্থানীয় আরেক কমান্ডারসহ আরও পাঁচ ফিলিস্তিনি নিহত হন। এ হামলার পর সোমবার সকালে গাজা উপত্যকা থেকে ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা চালানো হয়। এ ঘটনায় এক ইসরায়েলি নিহত হয়েছে। একইদিন গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে পাঁচ ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি বাহিনী।

সর্বশেষ খবর