রবিবার, ১৮ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকারের গাড়িবহরে হামলা

কলকাতা প্রতিনিধি

ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকারের গাড়িবহরে হামলা

ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী ও প্রবীণ সিপিআইএম নেতা মানিক সরকারের গাড়িবহরে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। শুক্রবার সন্ধ্যায় রাজ্যের রাজধানী আগরতলা থেকে ২৫ কিলোমিটার দূরে সিপাহিজোলার জেলার বিশালগড়ে এ হামলা চালানো হয়। নভেম্বর বিপ্লবের স্মৃতির উদ্দেশে আয়োজিত এক সভা থেকে ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে। হামলার পেছনে রাজ্যের ক্ষমতাসীন দল বিজেপির যুব মোর্চার সদস্যরা জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। মানিক সরকার ছাড়াও রাজ্যের সাবেক অর্থমন্ত্রী ভানুলাল সাহা, সাবেক সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী শহীদ চৌধুরী, সোনামুড়ার বিধায়ক শ্যামল চক্রবর্তী ও কমলাসাগরের বিধায়ক নারায়ণ চৌধুরীর ওপর হামলা চালানো হয়। এ ছাড়া নারায়ণ চৌধুরীর গাড়িতেও ভাঙচুর চালানো হয়। ত্রিপুরা রাজ্যপুলিশ ও ত্রিপুরা স্টেট রাইফেলসের সদস্যরা হামলার শিকার ব্যক্তিদের উদ্ধার করে আগরতলায় নিয়ে আসে। হামলার পর ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। জানা গেছে, বিশালগড়ের দলীয় কার্যালয়ে বেলা দেড়টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বৈঠক চলে। বৈঠক শেষে ফেরার পথে বেশকিছু দুর্বৃত্ত এ হামলা চালায়।

দলের সিপিআইএম রাজ্যশাখা ঘটনার বর্ণনা দিয়ে বিবৃতি দিয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

সর্বশেষ খবর