শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

গৃহবিবাদে ৮৭ হাজার নারী খুন

গত বছর সারা বিশ্বে ৮৭ হাজার মহিলা খুন হয়েছেন গৃহবিবাদে। এর অধিকাংশই খুন হন স্বামী, বয়ফ্রেন্ড অথবা ঘনিষ্ঠদের হাতে। ইউএন অফিস অন ড্রাগ অ্যান্ড ক্রাইম চাঞ্চল্যকর এ তথ্য প্রকাশ করেছে। ‘নারী ও যুবতী খুন জখমের বিশ্ব প্রতিবেদন’ শিরোনামে উদ্বেগজনক এ তথ্য গত রবিবার প্রকাশ করা হয়েছে। দিনটি ছিল ‘নারী নির্যাতন নির্মূলের আন্তর্জাতিক দিবস’। এই গবেষণা রিপোর্টে দেখা গেছে, গত বছর সবচেয়ে বেশি নারী খুন হয়েছেন আপনজনের হাতে। এরমধ্যে যৌতুকের জন্যও হত্যার ঘটনা ঘটেছে। পরকীয়ায় লিপ্তদেরও স্বামী অথবা পরিবারের সদস্যরা হত্যা করেন। প্রকাশিত তথ্য অনুযায়ী, গত বছর গড়ে প্রতি ঘণ্টায় ৬ নারী খুন হয়েছেন আপনজনের হাতে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজ এ সংবাদে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ওই গবেষণা জরিপে আরও উদঘাটিত হয়েছে যে, পারিবারিক সহিংসতার শিকারদের ৮২% হলেন নারী এবং অবশিষ্ট ১৮% পুরুষ। ২০১২ সালে খুন হন ৪৮ হাজার মহিলা। গত বছর নিহতদের মধ্যে সবচেয়ে বেশি এশিয়ায় ২০ হাজার। এরপর অফ্রিকা ১৯ হাজার, নর্থ এবং সাউথ আমেরিকা ৮ হাজার, ইউরোপ ৩ হাজার, ওসেনিয়ায় ৩০০ জন খুন হয়েছেন পরিবারের পুরুষ সদস্যের হাতে। এনআরবি

সর্বশেষ খবর