শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

জি-২০ উদ্বোধনীতে থাকছেন না মেরকেল

বিমানে ত্রুটি দেখা দেওয়ায় আর্জেন্টিনায় শিল্পোন্নত দেশগুলোর জি-২০ সম্মেলনের উদ্বোধনী সেশনে থাকতে পারছেন না জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। গত বৃহস্পতিবার উড্ডয়নের ঘণ্টাখানেক পর এয়ারবাস এ৩৪০ এর জরুরি অবতরণের কারণে জার্মান প্রতিনিধি দল সময়মতো বুয়েন্স আয়ার্সে পৌঁছাতে পারছে না। সরকারি ওই বিমানটিতে মেরকেল ছাড়াও জার্মান অর্থমন্ত্রী ওলাফ শুলজ ছিলেন। জার্মানি থেকে আর্জেন্টিনা যেতে এয়ারবাস এ৩৪০ এর ১৫ ঘণ্টা সময় নির্ধারিত ছিল। বিমানটি ওড়ার ঘণ্টাখানেক পরই তাতে কারিগরি সমস্যা দেখা দিলে চালক বাধ্য হয়েই চ্যান্সেলর ও অন্যদের নিয়ে কোলন-বন বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দর থেকে বাসে করে বনের একটি হোটেলে ফেরার পর সাংবাদিকদের মেরকেল জানান, ‘গুরুতর ত্রুটি দেখা দিয়েছিল। সৌভাগ্যক্রমে আমাদের বিশেষ এই এয়ারক্রাফটে চমৎকার সব ক্রু ও অভিজ্ঞ পাইলট ছিলেন’। অবতরণের আগে এয়ারবাস এ৩৪০ এর চালক যাত্রীদের জানান, ‘বেশকিছু ইলেকট্রনিক ব্যবস্থাপনায় ত্রুটি’ দেখা দেওয়ায় বিমান কোলন-বনে নেমেছে। ওই ত্রুটির কারণে নিরাপত্তা ঝুঁকি ছিল না বলেও আশ্বস্ত করেছিলেন তিনি। বিমানবন্দরে ছুটে আসা প্রকৌশলীরা পরে ত্রুটিগুলো খতিয়ে দেখেন। প্রথমদিকে মেরকেল ও শুলজ বিমানের ভিতরে অপেক্ষা করলেও পরে তাদের সরিয়ে নেওয়া হয়। এয়ারবাস এ৩৪০ এর পরীক্ষা-নিরীক্ষার সময় কাছাকাছি এলাকায় বেশ কয়েকটি ফায়ার ইঞ্জিন মোতায়েন ছিল বলে বিমানটির ভিতরে থাকা এক সাংবাদিক জানিয়েছেন। মেরকেলকে বহনকারী বিমানটির পুরো যোগাযোগ ব্যবস্থাতেই ত্রুটি ধরা পড়ে।

সর্বশেষ খবর