abcdefg
international || Bangladesh Pratidin

শিরোনাম
যুক্তরাষ্ট্রে খাশোগির নামে সড়ক যুক্তরাষ্ট্রে খাশোগির নামে সড়ক

তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে খুন হওয়া সাংবাদিক জামাল খাশোগির নামে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের একটি সড়কের নামকরণ করতে যাচ্ছে। আর সেই সড়কটি ওয়াশিংটনে সৌদি আরবের দূতাবাসের সামনের সড়ক। এই নামকরণের জন্য স্থানীয় কর্মকর্তা নিজেদের মত দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে। খবরে বলা হয়েছে, যদি নগর পরিষদ এই প্রস্তাব অনুমোদন দেয় তাহলে সৌদি আরবের দূতাবাস ভবনের সামনের সড়কটি খাশোগির নামে নামকরণ হয়ে যাবে। এই সড়কটির নাম হবে জামাল খাশোগি সড়ক। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, প্রায় এক মাস আগে এই লক্ষ্যে একটি অনলাইন আবেদন করা হয়। এমন উদ্যোগ এর আগেও নেওয়া হয়েছিল। রুশ  প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক বরিস নেমস্তভের নামে রুশ দূতাবাসের পাশের একটি সড়কেরও নামকরণ করা হয়েছিল। ২০১৫ সালে মস্কোতে বরিসকে হত্যা করা হয়। ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন…

সর্বশেষ খবর