মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

সংক্ষেপে

সাবেক প্রেসিডেন্টদের ৬০ বিমান বিক্রি

মেক্সিকোর প্রেসিডেন্ট হিসেবে গত পরশুই শপথ নিয়েছেন বামপন্থী নেতা আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর। শপথ নিয়েই তিনি ঘোষণা দিয়েছেন সাবেক প্রেসিডেন্টদের ব্যবহৃত বিলাসবহুল ৬০টি উড়োজাহাজ ও ৭০টি হেলিকপ্টার বিক্রি করে দেওয়া হবে। বিক্রি হওয়া অর্থ দেশের কোষাগারে জমা হবে। গতকাল ভেরাক্রুজ রাজ্যের সালাপা শহরে এক সমাবেশে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ওব্রাদর বলেন, ‘দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের ব্যবহার করা সব উড়োজাহাজ ও হেলিকপ্টার বিক্রি করে দিচ্ছি আমরা।’ এতে সম্মতি জানায় সমাবেশে উপস্থিত জনতা। —এএফপি

আহত হুতি বিদ্রোহীদের চিকিৎসা ওমানে

ইয়েমেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত রাজধানীতে আহত ৫০ যোদ্ধাকে চিকিৎসার জন্য গতকাল ওমানের রাজধানী মাস্কটে নেওয়া হবে। সুইডেনে পরিকল্পিত শান্তি আলোচনার আগে এটিকে একটি ‘আস্থা গড়ার’ পদক্ষেপ হিসেবে অভিহিত করা হচ্ছে। সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট এ কথা জানায়। জাতিসংঘের ভাড়া করা একটি বিমানে করে হুতি বিদ্রোহীদের সরিয়ে আনার ঘটনাটি বিবদমান পক্ষগুলোর মধ্যে সমঝোতার সূত্রপাতের পথে একটি বড় ধরনের অগ্রগতি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর