বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
গরু জবাই

ভারতে পুলিশসহ নিহত ২

কলকাতা প্রতিনিধি

গরু জবাইয়ের অভিযোগে অগ্নিগর্ভ হয়ে উঠল ভারতের উত্তর প্রদেশের বুলন্দশহর জেলার সায়না এলাকা। উত্তেজিত জনতাকে থামাতে পুলিশের গুলি ছোঁড়ার পরই পাল্টা আক্রমণে নামে উত্তেজিত জনতাও। পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি জনতার। সংঘর্ষে নিহত হন এক পুলিশ ইন্সপেক্টরসহ দুজন।

সোমবার সকালের দিকে সায়না এলাকার বহভ গ্রামে একটি মাঠে একাধিক মৃত গবাদি পশুকে দেখতে পায় স্থানীয় হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা। এর পরই সেখানে চাপা উত্তেজনা ছড়ায়। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই তা ভয়ানক আকার ধারণ করে। তাদের দাবি ওই এলাকায় একটি বিশেষ সম্প্রদায় গরু জবাই করছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সরানোর প্রক্রিয়া শুরু করে পুলিশ। কিন্তু এ সময়ই পুলিশকে লক্ষ্য করে কয়েকজন বিক্ষোভকারী ইট ছুঁড়তে শুরু করে এবং পুলিশের ওপর হামলা চালায়। বিক্ষোভকারীরা পরে চিঙ্গরওয়াথি পুলিশ ফাঁড়িতে হামলা চালায়, পুলিশের গাড়িতেও অগ্নিসংযোগ ঘটানো হয় বলে অভিযোগ। আগুন লাগানো আরও একাধিক বেসরকারি গাড়ি, মোটরসাইকেলেও। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনীকে মোতায়েন করা হয়। ঘটনাস্থলে যায় জেলা কালেক্টর অনুজ কুমার ঝাঁ, সিনিয়র পুলিশ সুপার কে.বি.সিংসহ শীর্ষ কর্মকর্তা। সংঘর্ষে পড়ে ২১ বছর বয়সী এক বিক্ষোভকারীও নিহত হয়েছে বলে খবর।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর