শিরোনাম
বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

পারস্য উপসাগর দিয়ে তেল রপ্তানি বন্ধের হুমকি

ইরানের তেল রপ্তানি বন্ধ করতে মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর হলে ছেড়ে কথা বলবে না তেহরান। সে ক্ষেত্রে পারস্য উপসাগরীয় এলাকা থেকে সব তেল রপ্তানি বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। যুক্তরাষ্ট্র ইরানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। মার্কিন কর্মকর্তারা বলছেন, দেশটির তেল রপ্তানি শূন্যের কোঠায় নামিয়ে আনাই এ নিষেধাজ্ঞার লক্ষ্য; যাতে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির রাশ টেনে ধরা যায় এবং তাদের আঞ্চলিক প্রভাবও কমানো যায়। এরই প্রতিক্রিয়ায় রুহানি গতকাল একটি টিভিতে বলেন, ‘যুক্তরাষ্ট্রের জানা উচিত, ‘তারা ইরানের তেল রপ্তানি বন্ধ করতে গেলে, পারস্য উপসাগর দিয়ে আর কোনো তেলই যাবে না।’ বিবিসি

সর্বশেষ খবর