বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ক্যালেডোনিয়ায় ৭.৫ মাত্রার ভূমিকম্প

প্রশান্ত মহাসাগরীয় ফ্রান্সের নিয়ন্ত্রণাধীন নিউ ক্যালেডোনিয়ায় গতকাল শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ৭.৫। এই ভূমিকম্পে তাত্ক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। ভূমিকম্পের পর সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ভূমিকম্পের পর নাগরিকদের নিরাপদে সরে যেতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র (পিটিডব্লিউসি) বলেছে, “নিউ ক্যালেডোনিয়া ও ভানুয়াতুর কিছু উপকূলে সুনামির ঢেউগুলো স্বাভাবিক জোয়ারের ঢেউয়ের চেয়ে এক থেকে তিন মিটার উঁচু হতে পারে।” ফিজির কিছু কিছু এলাকায়ও ঢেউ এক মিটার উঁচু হতে পারে বলে সতর্ক করেছে তারা। ওদিকে একই রকম সতর্কতা জারি করেছে নিউজিল্যান্ড। —এএফপি

সর্বশেষ খবর