শুক্রবার, ৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

জ্বালানি কর বাড়ানোর সিদ্ধান্ত বাতিল করল ফ্রান্স

জ্বালানি তেলের বাড়তি কর নিয়ে কয়েক সপ্তাহ ধরে চলা সহিংস বিক্ষোভের মুখে অবশেষে ওই ঘোষণা বাতিল করে দিচ্ছে দেশটির সরকার। আগামী বছরের বাজেট প্রস্তাব থেকেও ওই বাড়তি করারোপের বিষয়টি বাদ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ফ্রান্সের সরকার। প্রধানমন্ত্রী এদুয়া ফিলিপ গতকাল পার্লামেন্টের নিম্নকক্ষে এ সংক্রান্ত একটি ঘোষণাও দিয়েছেন। এর আগে তিনি ওই প্রস্তাব ছয় মাসের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছিলেন। আর বুধবার সেই প্রস্তাবই বাতিল করে দিল। তিন সপ্তাহের এ ‘ইয়োলো ভেস্ট’ আন্দোলন এরই মধ্যে ফ্রান্সের সব গুরুত্বপূর্ণ শহরে আঘাত হেনেছে বলে জানিয়েছে বিবিসি। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে আয়োজিত এসব প্রতিবাদ বিক্ষোভে ট্যাক্সি চালকদের ব্যবহূত ইয়েলো ভেস্ট পরে অংশ নিচ্ছেন প্রতিবাদকারীরা। এখন পর্যন্ত এ আন্দোলনে অন্তত চারজনের নিহত হয়েছে।  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করেও মুখোশ ও হলুদ জ্যাকেট পরিহিত আন্দোলনকারীদের দমানো যায়নি। পুলিশ বলছে, চরম ডান ও বামপন্থি গোষ্ঠীগুলোর পাশাপাশি সহিংস দুর্বৃত্তরাও এ আন্দোলনে অনুপ্রবেশ করে দাঙ্গা সৃষ্টি করছে। গতকাল পার্লামেন্টের নিম্নকক্ষে ফিলিপ বলেন, ‘সরকার আলোচনার জন্য প্রস্তুত, এটা দেখাতে ২০১৯-র বাজেট বিল থেকেও বাড়তি করের বিষয়টি বাদ দেওয়া হয়েছে।’ এ সিদ্ধান্তকে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর জন্য ‘বড় ধরনের পরাজয়’ হিসেবেই দেখছেন পর্যবেক্ষকরা।

সর্বশেষ খবর