শনিবার, ৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

সিডিইউ পার্টির নেতৃত্ব ছাড়লেন জার্মান চ্যান্সেলর মেরকেল

সিডিইউ পার্টির নেতৃত্ব ছাড়লেন জার্মান চ্যান্সেলর মেরকেল

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল ক্ষমতাসীন ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট (সিডিইউ) পার্টির দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন। গতকাল হ্যামবার্গে বিদায়ী ভাষণের মধ্যদিয়ে তিনি পদত্যাগ করেন। আবেগঘন বিদায়ী ভাষণে মেরকেল বলেন, আমাদের উদার মূল্যবোধ অবশ্যই অভ্যন্তরীণ ও বহির্গতভাবে রক্ষা করতে হবে। ভাষণ শেষে উপস্থিতদের করতালির পরও ছয় মিনিট মঞ্চে দাঁড়িয়ে থাকেন মেরকেল। অনুষ্ঠানে মেরকেলের ১৮ বছরের নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানানো হয় একটি ভিডিও প্রদর্শনের মাধ্যমে। এতে মেরকেলের নেতৃত্বে দলটির গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে। ভাষণে তিনি আনারগ্রেট ক্রাম্প-কারেনবাউয়ারকে তার উত্তরসূরি হিসেবে সমর্থনের ইঙ্গিত দেন। শুক্রবারই দলটি মেরকেলের জায়গায় নতুন দলীয় প্রধান নির্বাচন করবে। প্রার্থী হিসেবে ক্রাম্পসহ তিনজন আলোচনায় রয়েছেন। অপর দুই প্রার্থী হলেন ফ্রিডরিশ ম্যার্ত্স এবং ইয়েন্স স্পান। জার্মানির সরকারি প্রচারমাধ্যম এআরডির সবশেষ জরিপ অনুসারে, ৪৫ শতাংশ ভোটার সিডিইউর প্রধান হিসেবে কারেনবাউয়ারকে চান। তিনি বর্তমানে দলের সাধারণ সম্পাদক। মেরকেল তার উত্তরসূরি বিবেচনা করে কারেনবাউয়ারকে ফেব্রুয়ারিতে দলের এই গুরুত্বপূর্ণ পদে নিয়ে আসেন বলে বিশ্লেষকরা মনে করছেন। ফলে কারেনবাউয়ার নির্বাচিত হলে দলে মেরকেলের নীতিই বহাল থাকবে বলে মনে করা হচ্ছে।

সর্বশেষ খবর