শনিবার, ৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিজেপি মুসলিম এবং পাকিস্তানবিরোধী

—ইমরান খান

বিজেপি মুসলিম এবং পাকিস্তানবিরোধী

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সরাসরি ভারতের সমালোচনা করলেন না, তবে তিনি দেশটির ক্ষমতাসীন বিজেপিকে ‘মুসলিম এবং পাকিস্তানবিরোধী’ বলে আখ্যা দিয়েছেন। বৃহস্পতিবার মার্কিন প্রভাবশালী দৈনিক ওয়াশিংটন পোস্টকে দেওয়া বিশেষ এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ইমরান খানের মন্তব্য, ভারতের ক্ষমতাসীন দলের মানসিকতা মুসলিমবিরোধী, পাকিস্তানবিরোধী। তিনি বলেছেন, আসন্ন নির্বাচনের কারণে ভারত দুই দেশের শান্তি আলোচনা নাকচ করে দিয়েছে। আশা করছি, নির্বাচনের পর আমরা আবার ভারতের সঙ্গে আলোচনা শুরু করতে পারব। ২০০৮ সালে ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার ব্যাপারে ইমরান বলেন, ‘তিনিও মুম্বাইয়ে বোমা হামলাকারীদের বিচারের জন্য কাজ করতে চান। আমি ওই হামলা মামলার ব্যাপারে খোঁজ-খবর নিতে আমাদের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছি। এই মামলার সমাধান করতে আমাদের আগ্রহ আছে। কারণ এটা ছিল সন্ত্রাসী কর্মকাণ্ড।

সাক্ষাৎকারে ইমরান খান আমেরিকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ধরে রাখার ব্যাপারে আগ্রহী বলেও জানান। এক্ষেত্রে চীনের সঙ্গে যে সম্পর্ক রয়েছে তাতে ছাড় দিয়ে নয়, বলে মন্তব্য করেন।

সর্বশেষ খবর