শনিবার, ৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ভারতে বাতাস দূষণে ১২ লাখ মানুষের মৃত্যু

ভারতের অনেক শহরে প্রতিদিনই ভয়াবহ দূষণের শিকার হচ্ছে। গত বছর এই দূষিত বাতাসের কারণে দেশটিতে প্রায় সাড়ে ১২ লাখ মানুষের মৃত্যু হয়। বিখ্যাত পরিবেশ বিষয়ক ম্যাগাজিন ল্যানচেট প্লানেটারি হেলথ-এ বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে। ম্যাগাজিনটিতে প্রকাশিত জরিপে বলা হয়েছে, ওই বছর মারা যাওয়া মোট মানুষের মধ্যে ১২ দশমিক ৫ শতাংশের মৃত্যুর কারণ বাতাস দূষণ। দূষিত বাতাসের কারণে মারা যাওয়া ৫১ শতাংশ মানুষের বয়স ৭০ বছরের নিচে। এই দূষণের কারণে ভারতের মানুষের প্রত্যাশিত গড় আয়ু দেড় বছরেরও বেশি কমেছে বলে জানিয়েছে ওই জরিপ।  জরিপ পরিচালনা করেছেন ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের একাডেমিক বিজ্ঞানীরা। জরিপে বলা হয়েছে, ভারতের রাজধানী দিল্লির বাতাসে পিএম ২ দশমিক ৫ নামে পরিচিত ক্ষুদ্র কণার উপস্থিতি সবচেয়ে বেশি দেখা যায়। এই কণা ফুসফুসের অভ্যন্তরে প্রবেশ করে মারাত্মক স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে বলে ওই জরিপে বলা হয়েছে। ওই জরিপ বলছে, বাতাসের মান স্বাস্থ্যকর পর্যায়ে থাকলে ২০১৭ সালে ভারতের মানুষের প্রত্যাশিত গড় আয়ু ১ দশমিক ৭ বছর বেড়ে যেত।

সর্বশেষ খবর