শনিবার, ৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

হামাসবিরোধী মার্কিন নিন্দা প্রস্তাব প্রত্যাখ্যান

ফিলিস্তিনি গোষ্ঠী হামাসকে নিন্দা জানিয়ে আনা যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। ইসরায়েলের প্রতি পক্ষপাতমূলক এই প্রস্তাব পাস হতে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা দরকার হলেও ভোটাভুটিতে তা প্রয়োজনীয় সমর্থন আদায় করতে পারেনি। বৃহস্পতিবার ওই ভোটাভুটি হয়। প্রস্তাবের পক্ষে ৮৭টি আর বিপক্ষে ৫৭টি ভোট পড়ে। আর ৩৩টি দেশ ভোটদানে বিরত থাকে। প্রস্তাবটি পাস করতে জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত নিকি হ্যালি সদস্য দেশগুলোকে কড়া ভাষায় চিঠি লিখেও   কাজ হয়নি।

সর্বশেষ খবর