শনিবার, ৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিজেপি-কংগ্রেস হাড্ডাহাড্ডি

ভারতের পাঁচ রাজ্যে ভোট

দীপক দেবনাথ, কলকাতা

মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, তেলেঙ্গানা ও মিজোরাম— ভারতের এই পাঁচ রাজ্যে বিধানসভার নির্বাচন শেষ। আগামী ১১ ডিসেম্বর ভোট গণনা। কিন্তু তার আগেই বুথ ফেরত জরিপে প্রতিটি রাজ্যেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গেছে। মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে ক্ষমতাসীন বিজেপি ও বিরোধী দল কংগ্রেসের মধ্যে জোর লড়াইয়ের ইঙ্গিত মিলেছে। মধ্যপ্রদেশের ২৩০ আসনের মধ্যে ম্যাজিক ফিগার ১১৬। সেখানে ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার যৌথ জরিপে দেখা গেছে বিজেপি পেতে পারে ১০২ থেকে ১২০টি আসন, কংগ্রেস পেতে পারে ১০৪ থেকে ১২২টি আসন। ৯০ আসন বিশিষ্ট ছত্তিশগড় রাজ্যে ম্যাজিক ফিগার ৪৬। সেখানে রিপাবলিক-সি ভোটার যৌথ জরিপে বলা হয়েছে বিজেপি পেতে পারে ৩৫-৪৩টি আসন। কংগ্রেস ৪০-৪৫টি আসন পেতে পারে। তবে বিজেপি শাসিত আরেক রাজ্য রাজস্থানে গেরুয়া শিবিরের ভরাডুবির ইঙ্গিত মিলেছে। সেখানে প্রতিটি জরিপেই কংগ্রেসই এবার ক্ষমতায় আসতে চলেছে ভবিষ্যদ্বাণী করা হয়েছে। দক্ষিণ ভারতের রাজ্য তেলেঙ্গানায় ক্ষমতাসীন তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি (টিআরএস)-এ এবারও ফের ক্ষমতায় আসতে চলেছে বলে আভাস পাওয়া গেছে। অন্যদিকে ক্ষমতাসীন কংগ্রেসের তুলনায় ভালো ফল করতে চলেছে বিরোধী দল মিজো ন্যাশনাল ফ্রন্ট (এমএনএফ)।

সর্বশেষ খবর