রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

মার্কিন নিষেধাজ্ঞা অর্থনৈতিক সন্ত্রাসবাদ বললেন রুহানি

মার্কিন নিষেধাজ্ঞা অর্থনৈতিক সন্ত্রাসবাদ বললেন রুহানি

ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞাকে অর্থনৈতিক সন্ত্রাসবাদ বলে উল্লেখ করেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। গতকাল রাজধানী তেহরানে এক আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই ও আঞ্চলিক সহযোগিতা  জোরদার করার লক্ষ্য নিয়ে এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ইরান ছাড়াও এতে অংশগ্রহণ করছে  চীন, রাশিয়া, তুরস্ক, পাকিস্তান ও আফগানিস্তান। দ্বিতীয়বারের মতো এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, মার্কিন অর্থনৈতিক সন্ত্রাসবাদের বিশেষ প্রমাণ হচ্ছে, ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়া এবং তেহরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা। ইরানি জাতির ওপর মার্কিন একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা সন্ত্রাসবাদের সুস্পষ্ট রূপ বলেও মন্তব্য করেন রুহানি। প্রেসটিভি।

সর্বশেষ খবর