সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

কেলিকেও সরিয়ে দিচ্ছেন ট্রাম্প

কেলিকেও সরিয়ে দিচ্ছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার প্রধান সহকারী তথা হোয়াইট হাউসের প্রধান (চিফ অব স্টাফ) জন কেলি চলতি বছরের শেষ নাগাদ  সরে যাচ্ছেন। এ পদে তিনি আছেন বছর দেড়েক। আগামী ‘দু-এক দিনের’ মধ্যে কেলির স্থলাভিষিক্তের নাম ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন ট্রাম্প। ট্রাম্প জন কেলিকে পদত্যাগ করার জন্য চাপ দিচ্ছেন বলে গত কয়েক দিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল। সাম্প্রতিক সময়ে নিজের দফতর প্রধানের সঙ্গে ট্রাম্পের সম্পর্কে তিক্ততা সৃষ্টি হয়েছিল। এর আগে ওই পদে ছিলেন রেইন্স প্রিবাস। তার মেয়াদ ছিল ৬ মাস।

সর্বশেষ খবর