শিরোনাম
শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

প্রেসিডেন্ট সিরিসেনার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট

প্রেসিডেন্ট সিরিসেনার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট

তালগোল পাকিয়ে ফেলেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রিপালা সিরিসেনা। মাস খানেক আগে তিনি পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের যে ডিক্রি জারি করেছিলেন তা অবৈধ বলে রায় দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। গতকাল এই রায় দেয় আদালত। ৯ নভেম্বর শ্রীলঙ্কার পার্লামেন্ট ভেঙে দিয়ে ৬ জানুয়ারি আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দেন প্রেসিডেন্ট সিরিসেনা। এর কয়েকদিন আগে তিনি প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহকে বরখাস্ত করেন এবং সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। কিন্তু গতকাল সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টের এই পদক্ষেপকে অবৈধ ঘোষণা করেছে। রায়ে সুপ্রিম কোর্টের বিচারক সিসিরা ডি অ্যাব্রু বলেন, প্রেসিডেন্ট সাড়ে চার বছরের আগে পার্লামেন্ট ভেঙে দিতে পারেন না। আদালতের এই রায়ের ফলে শ্রীলঙ্কার সাধারণ নির্বাচন ২০২০ সালের ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে। এতে করে বিক্রমসিংহে প্রধানমন্ত্রিত্ব ফিরে পেতে পারেন। কারণ পার্লামেন্টে এখনো তার জোটের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। গত ২৬ অক্টোবর রনিল বিক্রমাসিংহেকে বরখাস্ত করেন এবং সাবেক প্রেসিডেন্ট রাজাপক্ষেকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার মধ্য দিয়ে শ্রীলঙ্কায় রাজনৈতিক সংকটের শুরু হয়। প্রেসিডেন্টের এ সিদ্ধান্ত চ্যালেঞ্জের মুখে পড়লে দেশটির পার্লামেন্টে দুইবার বিক্রমাসিংহের পক্ষে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণিত হয়। তবু সিরিসেনা সেই ফলাফল মানতে অস্বীকার করেন ‘যথাযথ প্রক্রিয়া’ না মানার আপত্তি উল্লেখ করে। দেশটির স্পিকার মন্তব্য করেছেন, শ্রীলঙ্কায় কার্যত কোনো প্রধানমন্ত্রী নেই। প্রধানমন্ত্রীকে নিয়োগ দেওয়ার কর্তৃত্ব আছে প্রেসিডেন্টের। কিন্তু ক্ষমতাসীন সরকারকে বরখাস্ত করার ক্ষমতা তার নেই। তাই তারা রনিল বিক্রমাসিংহের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ দেওয়ার জন্য পার্লামেন্টে ভোট দাবি করেছে। দুই দফায় নির্বাচনও হয়েছে তাতে আস্থা দেখাতে পারেননি রাজাপক্ষে। আস্থা ভোট নিয়ে দুই পক্ষের এমপিদের মধ্যে মারামারিও হয়েছে।

 

সর্বশেষ খবর