শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

তারপরও নীরব সু চি

তারপরও নীরব সু চি

মিয়ানমারের রাজনীতি থেকে সেনাবাহিনীর প্রভাব কমাতে সংস্কারের ডাক দেওয়া আইনজীবী কো নিকে ভচর খানেক আগে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছিল। পুলিশি তদন্তে তিন সাবেক সেনা কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে। তারপরও গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে খ্যাতি পাওয়া সু চি এ নিয়ে কোনো কথা বলেননি বা বলছেন না। সু চির এই নীরবতা দেখে রয়টার্স লিখেছে, মিয়ানমারে প্রকৃত গণতন্ত্রের প্রতিষ্ঠা পাওয়ার আশা এক দুরাশা। মূলত ওই হত্যাকাণ্ড, তার পরিপ্রেক্ষিতে সু চির প্রতিক্রিয়া এবং দেশটির প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থার উঠে দাঁড়ানোর ক্ষেত্রে থাকা প্রতিবন্ধকতা নিয়ে রয়টার্স একটি প্রতিবেদন প্রকাশ করেছে। রাজনীতি সংস্কারের ডাক দেওয়া কো নি মিয়ানমারের বিখ্যাত একজন আইনজীবী। তিনি দীর্ঘদিন ধরে দেশটির সংখ্যালঘুদের সুরক্ষায়, গণতন্ত্র প্রতিষ্ঠায় এবং সামরিক প্রভাব থেকে রাষ্ট্রযন্ত্রকে মুক্ত করার জন্য অং সান সু চির রাজনৈতিক দল সঙ্গে কাজ করে আসছিলেন। ২০১৭ সালের জানুয়ারি মাসে তাকে হত্যা করা হয় ইয়াঙ্গুন বিমানবন্দরে। এএফপি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর