রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

সোমালিয়ায় প্রেসিডেন্ট ভবনের কাছে গাড়িবোমা হামলা, নিহত ১৩

আফ্রিকার দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে দুটি গাড়িবোমা হামলায় কমপক্ষে ১৩ জন নিহত ও অপর ১৭ জন আহত হয়েছে। গতকাল দেশটির পুলিশ জানিয়েছে  প্রেসিডেন্টের বাসভবনের কাছে একটি এবং আরেকটি স্থানে এসব হামলা চালানো হয়। দুটি ঘটনারই দায় স্বীকার করেছে আল কায়েদা সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠী আল শাবাব। আল শাবাব নিয়মিতভাবে মোগাদিসুতে হামলা চালায়। সরকার উত্খাত করে নিজেদের মতাদর্শের ইসলামী শরীয়াহ আইন প্রবর্তন করতে চায় আল শাবাব। ২০১১ সালে মোগাদিসু থেকে সরিয়ে  দেওয়া হয় এই সশস্ত্র গোষ্ঠীটিকে। তবে কোনো কোনো এলাকায় তাদের অবস্থান থেকে গেছে। এক দশকের বিদ্রোহে পূর্ব আফ্রিকা জুড়ে গোষ্ঠীটি হাজার হাজার সেনা সদস্য ও শত শত বেসামরিক নাগরিককে হত্যা করেছে।

দেশটির পুলিশ কর্মকর্তা মেজর মোহাম্মদ হুসেইন বলেছেন,  ‘সেনা সদস্য ও বেসামরিক মানুষসহ নিহতের সংখ্যা ১৩ জনে  পৌঁছেছে। এছাড়া ১৭ জন আহত হয়েছে। দুটি বিস্ফোরণের কারণেই এসব হতাহতের ঘটনা ঘটেছে।’ আহমেদ আবদি নামের এক পুলিশ কর্মকর্তা বলেছেন, প্রেসিডেন্টের বাসভবনের ৪০০ মিটারের মধ্যে অবস্থিত এক নিরাপত্তা চৌকির কাছে প্রথম গাড়িবোমাটি বিস্ফোরিত হয়। স্থানীয় ইউনিভার্সাল টেলিভিশন স্টেশনের এক রিপোর্টার জানিয়েছেন, প্রথম হামলার সময় ওই এলাকা দিয়ে যাওয়া তাদের টেলিভিশনের সাংবাদিক আওয়িল দাহির সালাদ ও তার দুই নিরাপত্তাকর্মী এবং এক চালকও নিহত হয়েছেন। রয়টার্স।

সর্বশেষ খবর