মঙ্গলবার, ১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

মাহাথির ও তামিমি বর্ষসেরা

মাহাথির ও তামিমি বর্ষসেরা

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ‘ম্যান অব দ্য ইয়ার-২০১৮’ নির্বাচিত হয়েছেন। ‘উইমেন অব দ্য ইয়ার’ হয়েছেন ইসরায়েলি সেনাদের গালে চড় মেরে প্রতিবাদের প্রতীক হয়ে ওঠা ফিলিস্তিনের কিশোরী আহেদ তামিমি। ‘দ্য মুসলিম ফাইভ হান্ড্রেড’ ম্যাগাজিনের এ তালিকার বরাত দিয়ে মালয়েশিয়ার নিউ স্ট্রেইটস টাইমসের খবরে এ কথা বলা হয়েছে। ম্যাগাজিনটির নির্বাচিত ৫০০ মুসলিমের মধ্যে তালিকায় আরও আছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, জর্ডানের বাদশাহ আবদুল্লাহ, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো প্রমুখ। এ বছরের মে মাসে অনুষ্ঠিত মালয়েশিয়ার জাতীয় নির্বাচনে বিরোধী দল পাকতানের জয়ে বড় ভূমিকা রাখায় মুসলিম ম্যান অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন মাহাথির মোহাম্মদ। ‘দ্য মুসলিম ফাইভ হান্ড্রেড’ ম্যাগাজিন মাহাথিরের অতীত কর্মকাে রও মূল্যায়ন করেছে বলেছেন, তার নেতৃত্বে মালয়েশিয়া এশিয়ার ‘ইকোনমিক টাইগারে’ পরিণত হয়। ২০০৯ সাল থেকে প্রতি বছর ম্যাগাজিনটি এ তালিকা করে আসছে। ম্যাগাজিনটি মাহাথির মোহাম্মদকে ‘লাখে একজন’ মানুষ বলে মন্তব্য করেছে। নারীদের মধ্যে সেরা ১৭ বছর বয়সী কিশোরী তামিমি ফিলিস্তিনের তরুণ প্রজন্মের বিদ্রোহের প্রতীক।

 

সর্বশেষ খবর