বুধবার, ২ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী কে?

ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী কে?

মমতা ব্যানার্জি

এ বছরেই ভারতে লোকসভা নির্বাচন। ক্ষমতাসীন দল বিজেপিকে হারাতে জোট মহাজোট গড়তে ব্যস্ত বিরোধী দল কংগ্রেস ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দল তৃণমূল কংগ্রেস আর নতুন বছরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান তৃণমূল সংসদ সদস্য ইদ্রিস আলী। তিনি বলেছেন, আগামী লোকসভা নির্বাচনে মমতাকে প্রধানমন্ত্রী করার জন্য জোর ডাক দিতে হবে। সোমবার কলকাতায় অল ইন্ডিয়া মাইনরিটি ফোরামের ডাকা এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন সাংসদ ইদ্রিস আলী। ১৯ জানুয়ারি মমতা কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপিবিরোধী রাজনৈতিক দলের মহাসমাবেশের ডাক দিয়েছেন। সেই মহাসমাবেশে সবাইকে উপস্থিত হয়ে মমতাকে প্রধানমন্ত্রী করার দাবি জোরদারের আহ্বান জানিয়েছেন ইদ্রিস আলী। তিনি বলেন, ‘মমতা  ব্যানার্জি এই মুহূর্তে দেশের সেরা মুখ্যমন্ত্রী। তার কাজ আজ বিশ্বব্যাপী সমাদৃত। আমরা মনে করি, এ বছরের লোকসভা নির্বাচনে তিনিই হবেন দেশের প্রধানমন্ত্রী। আর এ কারণে ১৯ জানুয়ারির ব্রিগেড সমাবেশ সফল করতে হবে। জোরদার করতে হবে মমতাকে প্রধানমন্ত্রী করার দাবিকে।’  ইদ্রিস আলী আরও বলেছেন, ‘কেন্দ্রীয় বিজেপি সরকার যা করছে, তা সংবিধানবিরোধী। ’ ভারতের লোকসভায় রয়েছে ৫৪৩টি আসন। সর্বশেষ ২০১৪ সালের নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে মমতা জিতেছিলেন ৩৪টিতে। এবার অবশ্য মমতা ঘোষণা দিয়েছেন, রাজ্যের ৪২টি আসনেই জিতবেন তারা। কিন্তু এই ৪২টি আসনে জিতে কি মমতা প্রধানমন্ত্রীর পদ পাবেন, তাই নিয়ে প্রশ্ন রয়েছে রাজনৈতিক মহলে। কেননা, মমতা ছাড়াও এই পদের দাবিদার রয়েছেন অন্ধ্র প্রদেশের তেলেগু দেশম পার্টির নেতা ও মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, উত্তর প্রদেশের বহুজন সমাজ পার্টির নেত্রী কুমারী মায়াবতী, মহারাষ্ট্রের জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির প্রধান শারদ যাদব, উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিং যাদবসহ আরও অনেকে। আর কংগ্রেস নেতা রাহুল গান্ধী তো আছেনই।

সর্বশেষ খবর