বুধবার, ২ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
অ ন্য খ ব র

পরিত্যক্ত শিশুকে স্তন্যদান করে নজির পুলিশের

ভারতের হায়দরাবাদের ওসমানিয়া জেনারেল হাসপাতালের বাইরে পড়ে ছিল শিশুটি। বয়স মাস দুয়েক। অনেকক্ষণ ধরেই পড়ে ছিল শিশুটি। কান্নাও করছিল। সোমবার সেই শিশুটিকে কোলে তুলে নেন স্থানীয় ইরফান নামে এক ব্যক্তি। ইরফানের কথা মতো, এক মহিলা তার কাছে ওই শিশুকে রেখে জল খেতে গিয়েছিলেন। কিন্তু তারপর আর ফিরে আসেননি। তারপর বাধ্য হয়ে ইরফান শিশুকে নিজের বাড়িতে নিয়ে যান। কিন্তু কোনো ভাবেই তাকে কিছু খাওয়াতে পারেননি। তাই ওই রাতেই আফজলগঞ্জ থানায় শিশুকে নিয়ে আসেন। থানায় তখন কর্মরত ছিলেন রবিন্দর। তিনিই স্ত্রীকে ফোন করে বিষয়টি জানান। স্ত্রী প্রিয়ঙ্কাও আরেক থানার কনস্টেবল। সঙ্গে সঙ্গেই চলে আসেন। প্রিয়ঙ্কার নিজেরও ছোট সন্তান রয়েছে। তাই শিশুটিকে দেখে আর স্থির থাকতে পারেননি। শিশুটিকে স্তন্যপান করার তিনি। এজন্য প্রশংসা ভাসছেন তিনি।

সর্বশেষ খবর