শনিবার, ৫ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ট্রাম্পের জন্য বরাদ্দ না রেখেই প্রতিনিধি পরিষদে বিল পাস

ট্রাম্পের জন্য বরাদ্দ না রেখেই প্রতিনিধি পরিষদে বিল পাস

দুই সপ্তাহ ধরে মার্কিন সরকারে চলা আংশিক অচলাবস্থা নিরসনে ছয়টি বিল পাস করেছে মার্কিন কংগ্রেসের নিম্ন কক্ষ (প্রতিনিধি পরিষদ)। নতুন করে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে আসা প্রতিনিধি পরিষদে বৃহস্পতিবার এ সংক্রান্ত ছয়টি বিল পাস হয়। তবে ওইসব বিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত মেক্সিকো সীমান্ত দেয়ালের জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতার জেরে বিলটি পাস হয়ে গেলেও, তা সিনেটে বাধার মুখে পড়ার আশঙ্কা বেশি। সেখানে রিপাবলিকান সিনেটররা এখনো সংখ্যাগরিষ্ঠ। তাছাড়া সীমান্ত দেয়াল নির্মাণে বরাদ্দ পাওয়া ছাড়া বিলটি অনুমোদন না করার হুমকি দিয়ে রেখেছেন ট্রাম্পও। সব মিলে শাটডাউন নিরসন প্রশ্নে অনিশ্চয়তা এখনো কাটছে না। যদিও গতকাল আবারও দুই পক্ষের মধ্যে আলোচনার কথা রয়েছে। মার্কিন অর্থবছর শুরু হয় ১ অক্টোবর। তার আগেই বাজেট অনুমোদন করিয়ে নেওয়ার সাংবিধানিক বাধ্যবাধকতা থাকলেও সমঝোতার অভাবে কখনো কখনো মার্কিন কংগ্রেস তা পাস করাতে ব্যর্থ হয়। এমন অবস্থায় অস্থায়ী বাজেট বরাদ্দের মধ্য দিয়ে সরকার পরিচালনার তহবিল জোগান দেওয়া হয়। অস্থায়ী এই বাজেট বরাদ্দের ক্ষেত্রে দুই কক্ষের অনুমোদনসহ প্রেসিডেন্টের স্বাক্ষরের বাধ্যবাধকতা রয়েছে। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের তিন চতুর্থাংশ কার্যক্রম পরিচালনার অর্থ বরাদ্দ করা আছে। বাকি এক চতুর্থাংশের বাজেট ফুরিয়ে যাওয়ায় অচলাবস্থা ঠেকাতে গত ২১ ডিসেম্বর নতুন অস্থায়ী বাজেট বরাদ্দ ছিল অপরিহার্য। তবে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের বরাদ্দ প্রশ্নে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে সমঝোতা না হওয়ায় সৃষ্টি হয় ‘অচলাবস্থা’। বরাদ্দ কম পড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র সরকারের ১৫টি কেন্দ্রীয় দফতরের মধ্যে ৯টিতে আংশিক শাটডাউন শুরু হয়। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে নবগঠিত কংগ্রেসের অধিবেশন। গত নভেম্বরে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদে (কংগ্রেসের নিম্নকক্ষ) বেশি আসনে জয়ী হওয়ার পর ডেমোক্র্যাটরা এর নিয়ন্ত্রণ নিয়েছে। বৃহস্পতিবার নতুন কংগ্রেস সদস্যরা শপথ নেন। এদিন ন্যান্সি পেলোসিকে দ্বিতীয়বারের মতো স্পিকার নির্বাচিত করার পরই ডেমোক্র্যাটরা তাদের বিল উত্থাপন করে। প্রতিনিধি পরিষদে শাটডাউন নিরসন সংক্রান্ত ছয়টি এবং ৮ ফেব্রুয়ারি পর্যন্ত হোমল্যান্ড সিকিউরিটি দফতরকে বরাদ্দ দেওয়া সংক্রান্ত একটি বিল পাস হয়। তবে বিল পাসের ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শর্তকে উপেক্ষা করা হয়েছে। তবে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সিনেটে বিলটি পাস হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। যুক্তরাষ্ট্রে কোনো বিলকে আইনে পরিণত করতে হলে তা কংগ্রেসের দুই কক্ষে পাস করাতে হয় এবং সবশেষে প্রেসিডেন্ট সে বিলে স্বাক্ষর করেন।

সর্বশেষ খবর