শনিবার, ৫ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

শক্তিশালী ঝড়ে নাকাল থাইল্যান্ড

শক্তিশালী ঝড়ে নাকাল থাইল্যান্ড

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে গ্রীষ্মম লীয় ঝড় ‘পাবুক’। ঝড়ের প্রভাবে ভারি বৃষ্টিপাত ও ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। গত ৩০ বছরের মধ্যে এটাই দেশটিতে সবচেয়ে শক্তিশালী ঝড় বলে ধারণা করা হচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে, নাখন সি থাম্মারাত প্রদেশে পাবুক ঝড়ের প্রভাবে ভূমিধসের ঘটনা ঘটেছে। এ ঝড় থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে অগ্রসর হতে পারে বলে সতর্ক করা হয়েছে। থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোয় ঝড় আঘাত হানবে। কয়েক হাজার মানুষ ইতিমধ্যে কোহ সামুই, কোহ তাও ও কোহ ফাঙ্গান দ্বীপ ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। কোহ সামুই দ্বীপের পর্যটকরা জানিয়েছেন, ওই দ্বীপে ভারি বৃষ্টিপাত, ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। বিভিন্ন স্থানের লোকজন বিদ্যুৎ-বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। আজ (শনিবার) পর্যন্ত লোকজনকে ঘরের ভিতরেই অবস্থান করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। থাইল্যান্ডের পর আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জেও আঘাত হানতে পারে পাবুক। আন্দামান পেরিয়ে পাবুক মুখ ঘোরাবে মিয়ানমারের দিকে এবং দ্রুত শক্তি ক্ষয় করবে। ১৯৮৯ সালে থাইল্যান্ডে টাইফুন ‘গে’র আঘাতে ৮০০-এরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছিল। এএফপি

সর্বশেষ খবর