শনিবার, ৫ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ম্যাক্রোঁর ওপর অখুশি বেশির ভাগ ফরাসি

ফ্রান্সের দুই-তৃতীয়াংশ মানুষ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও তার সরকারের ওপর অখুশি। বেশির ভাগ লোকজন পরিবারের আয় ব্যাপক হারে বাড়াতে সরকারের আরও পদক্ষেপ চায়। বৃহস্পতিবার প্রকাশিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে। উদুক্সা অ্যান্ড দেন্তসু কনসাল্টিং ফর ফ্রান্সইনফো এবং সংবাদপত্র ফিগাহো পরিচালিত যৌথ জরিপে এ তথ্য প্রকাশ করা হয়েছে। জরিপে অংশগ্রহণকারী ব্যক্তিদের ৭৫ শতাংশ সরকারের বিভিন্ন পদক্ষেপের অসন্তোষ প্রকাশ করেছেন। ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের পর তার ২০ মাসের সরকার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে।

সর্বশেষ খবর