বুধবার, ৯ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বিশ্বব্যাংক প্রেসিডেন্টের হঠাৎ পদত্যাগ

বিশ্বব্যাংক প্রেসিডেন্টের হঠাৎ পদত্যাগ

মেয়াদ পূর্ণ হওয়ার তিন বছর আগেই আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দিলেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। জলবায়ু পরিবর্তন এবং উন্নয়নে অর্থায়নসহ বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে মতবিরোধের মধ্যেই সোমবার বিশ্বব্যাংকের এক বিবৃতিতে জিম ইয়ং কিমের পদত্যাগের এই ঘোষণা আসে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

বিবিসির এক খবরে বলা হয়, জিম ইয়ং কিমের পদত্যাগের সিদ্ধান্ত কার্যকর হবে ১ ফেব্রুয়ারি। আপাতত বিশ্বব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস্টালিনা জর্জিয়েভা অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। ৫৯ বছর বয়সী জিম ইয়ং কিম বিশ্বব্যাংকের নেতৃত্ব দিয়ে আসছিলেন গত ছয় বছর ধরে।

সর্বশেষ খবর