বৃহস্পতিবার, ১০ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ভিনগ্রহবাসীর জন্য জাদুঘর!

৩০ বছর আগে ফরাসি বংশোদ্ভূত মার্কিন নাগরিক জ্যাক আন্দ্রে ইসতেল জাদুঘর গড়ার উদ্যোগ নেন, যা ৬০০০ সাল পর্যন্ত টিকে থাকবে। মানবসভ্যতা সম্পর্কে জানতে এ জাদুঘরে আসতেই হবে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সনোরান মরুভূমিতে ফরাসি বংশোদ্ভূত মার্কিন নাগরিক জ্যাক আন্দ্রে ইসতেল একটি অদ্ভুত জাদুঘর গড়ে তুলেছেন। তার দাবি, ভিনগ্রহের প্রাণীরা কখনো পৃথিবীতে এলে তাদের মানবসভ্যতা সম্পর্কে জানতে এ জাদুঘরে আসতেই হবে। এজন্য বিভিন্ন ধরনের গ্রানাইট ব্যবহার করে জাদুঘরটি এমনভাবে তৈরি করা হয়েছে যে ৬০০০ সাল পর্যন্ত এটি টিকে থাকবে। এ জাদুঘরে পাথরে খোদাই করে মানবসভ্যতার নানা ইতিহাস সংরক্ষণ করা হয়েছে। আমেরিকানদের কাছে স্কাই ডাইভিংকে জনপ্রিয় করার পেছনে ইসতেল প্রথম সারির ব্যক্তি। প্রায় ৩০ বছর আগে তিনি এ জাদুঘর গড়ার উদ্যোগ নেন।

সর্বশেষ খবর