শনিবার, ১২ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ইউরোপের একাংশ তুষারপাতে অচল

ভারী তুষারপাতের কারণে শুক্রবার অচল হয়ে পড়েছে জার্মানি ও সুইডেনের একাংশ। এসব এলাকার রাস্তা বন্ধ, ট্রেন স্থগিত হওয়ার পাশাপাশি বন্ধ রাখা হয়েছে স্কুলও। জার্মানির দক্ষিণাঞ্চলীয় বাভারিয়া প্রদেশের একটি সড়ক পরিষ্কার করে চালকদের যাতায়াতের সুযোগ করে দিচ্ছে রেড ক্রস। গাছ পড়ে ওই এলাকায় নয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া অস্ট্রেলিয়া ও নরওয়েতে তীব্র তুষারপাত অব্যাহত রয়েছে। গত সপ্তাহে অস্ট্রেলিয়ায় তীব্র তুষারপাতে সাতজন মারা যান। শনিবার থেকে নিখোঁজ রয়েছেন দুই পর্বতারোহী। এ সপ্তাহে পরিমাণ কমলেও অব্যাহত রয়েছে ভারী তুষারপাত।

সুইডেনের একটি হোটেলের সামনে আঘাত হেনেছে তুষারধস। শীতের ঝড়ের কারণে দুর্গম হয়ে পড়েছে সুইডেন আর নরওয়ের রাস্তাঘাট। অস্ট্রেলিয়ার অবকাশ কেন্দ্র স্কোলাসামবাহনে স্কেটিং করতে গিয়ে নিখোঁজ হয়েছেন পল নামে ৪১ বছর বয়সী এক ব্যক্তি। তাকে উদ্ধার করতে বুকসমান উঁচু তুষারের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন অস্ট্রেলিয়ার উদ্ধারকারীরা। আগের দিন কোনো কোনো অঞ্চলে তিন মিটার তুষারপাতের পর শুক্রবার অস্ট্রেলিয়ায় তুষারপাতের পরিমাণ খানিকটা কম ছিল। -বিবিসি

সর্বশেষ খবর