সোমবার, ১৪ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ফের উত্তাল ফ্রান্স, আটক ২২৪

ফ্রান্সে বিক্ষোভ থামছেই না। সরকারের নানা ঘোষণার পরেও শনিবার রাজধানী প্যারিসসহ বিভিন্ন শহরে হাজারো ইয়েলো ভেস্ট আন্দোলনকারী রাস্তায় নেমে বিক্ষোভ করে। শনিবারের আন্দোলন থেকে পুলিশ কমপক্ষে ২৪৪ জন ইয়েলো ভেস্ট আন্দোলনকারীকে আটক করেছে। শুধু রাজধানী প্যারিসেই আটক করা হয়েছে ১৫৬ জনকে। জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণে গত ১৭ নভেম্বর থেকে গণ-আন্দোলন শুরু হয় ফ্রান্সে। পরে তা সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। যা ইমানুয়েল ম্যাক্রোঁর সরকারকে হুমকির মুখে ফেলে দেয়। ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের চাপে পড়ে গত ১০ ডিসেম্বর জ্বালানি তেলের কর বৃদ্ধি বাতিল এবং অবসর ভাতা ও ওভারটাইমের আয়ের ওপর থেকে কর প্রত্যাহারের ঘোষণা দেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। তবে এরপরও আন্দোলন চলছে। শনিবার বিক্ষোভকারীদের থামাতে রাজধানীতে জলকামান ব্যবহার করে পুলিশ। এএফপি জানায়, সারা দেশে প্রায় ৮৪ হাজার মানুষ গতকাল রাস্তায় নামেন। ফ্রান্সের মোটরযান আইন অনুযায়ী, বেশি আলো প্রতিফলিত করে এমন এক ধরনের বিশেষ নিরাপত্তামূলক জ্যাকেট গাড়ির চালকদের গাড়িতে রাখতে হয়। এর রং সবুজাভ হলুদ (ইয়েলো)। গত নভেম্বরে আন্দোলনকারীরা এই ভেস্ট পরে বিক্ষোভের সূচনা করেছিল বলে আন্দোলনটি পরিচিতি পায় ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলন নামে। এএফপি

সর্বশেষ খবর