Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : মঙ্গলবার, ১৫ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ১৫ জানুয়ারি, ২০১৯ ০০:০০

গণভোটের চেয়ে ব্রেক্সিট চুক্তিই কাম্য : করবিন

গণভোটের চেয়ে ব্রেক্সিট চুক্তিই কাম্য : করবিন

যুক্তরাজ্যের বিরোধীদলীয় নেতা জেরেমি করবিন জানিয়েছেন, দ্বিতীয় একটি ইইউ গণভোটের চেয়ে ব্রিটেন ব্রেক্সিট চুক্তি নিশ্চিত করছে এটিই তিনি দেখতে চান। বিবিসির অ্যান্ড্রু মার শোতে এ নেতা বলেন, তার কাছে ইইউ থেকে চুক্তি ছাড়া বের হয়ে যাওয়া (ব্রেক্সিট) এড়ানো তথাকথিত গণভোটের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। লেবার দলে সংখ্যাগরিষ্ঠ সদস্যের দ্বিতীয় গণভোটের পক্ষে অবস্থান থাকলেও তিনি নিজের এ অবস্থান পরিষ্কার করেছেন।


আপনার মন্তব্য