বৃহস্পতিবার, ১৭ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

চীনে কানাডার নাগরিকের মৃত্যুদণ্ড

চীনে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এক কানাডার নাগরিককে। মাদক পাচারের অভিযোগে এর আগে তাকে ১৫ বছরের সাজা দেওয়া হয়েছিল। পরে আপিল বিভাগ সেই সাজা বাদ দিয়ে তাকে মৃত্যুদণ্ড দেয়। মূলত চীনা মোবাইল জায়ান্ট হুয়াওয়ের মালিকের মেয়ে ও কোম্পানিটির প্রধান অর্থ কর্মকর্তা মেং ওয়ানঝুকে গত মাসে গ্রেফতার করে কানাডার পুলিশ। এই ঘটনার জেরে চীন তার দেশে ১৩ কানাডিয়ানকে আটক করে। আর ২০১৪ সালে করা মাদক আইনে করা মামলায় ৩৬ বছর বয়সী ক্যানাডিয়ান রবার্ট শেলেনবার্গকে মৃত্যুদণ্ডের সাজা দিল। এ ঘটনা ঘিরে চাপান-উতোরের মধ্যে দিয়ে যাচ্ছে চীন-কানাডা দ্বিপক্ষীয় সম্পর্ক। ইতিমধ্যে ফাঁসির আদেশের কারণে উদ্বেগ প্রকাশ করেছেন কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রডো। তাকে মুক্তি দেওয়ারও আহ্বান জানিয়েছেন। ২০১৪ সালে রবার্ট শেলেনবার্গকে মাদক পাচারের দায়ে চীনের গুয়াংঝোউ বিমানবন্দর থেকে গ্রেফতার করে পুলিশ। বিবিসি

অভিযোগপত্র অনুযায়ী, মোট ২২২ কিলোগ্রাম মেথামফেটামিন অস্ট্রেলিয়ায় পাচারের চেষ্টা করছিলেন রবার্ট। ঘটনাটি ২০১৪ সালে সেভাবে খবরে না এলেও গত কয়েক মাসে নতুন করে শুরু হয়েছে আলোচনা। প্রথমে আদালত ১৫ বছরের কারাদ  দিলেও সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড  দেওয়া হলো।

সর্বশেষ খবর