শনিবার, ১৯ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

স্পিকার পেলোসির বিদেশ সফর বাতিল করলেন ট্রাম্প

স্পিকার পেলোসির বিদেশ সফর বাতিল করলেন ট্রাম্প

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকার ন্যান্সি পেলোসির আসন্ন ব্রাসেলস এবং আফগানিস্তান সফর বাতিল করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংকট নিরসনে মধ্যস্থতায় প্রভাবশালী এ ডেমোক্রেট নেতার দেশে থাকা প্রয়োজন উল্লেখ করে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে বরাদ্দ নিয়ে ডিসেম্বরের শেষপ্রান্তে শুরু হওয়া এ অচলাবস্থা এরই মধ্যে রেকর্ড ২৭ দিন অতিক্রম করেছে। বৃহস্পতিবার মার্কিন সামরিক বাহিনীর এয়ারক্রাফটে চেপেই ন্যান্সি ও প্রতিনিধিদলের ব্রাসেলস এবং আফগানিস্তানে যাওয়ার কথা ছিল।

গত বুধবার রাজনৈতিক অচলাবস্থার কারণ দেখিয়ে ট্রাম্পকে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ স্থগিতের অনুরোধ জানিয়েছিলেন ন্যান্সি পেলোসি। যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য মার্কিন কংগ্রেসের কাছ থেকে ৫৭০ কোটি ডলার দাবি করে আসছেন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার এই দাবি প্রত্যাখ্যান করেছেন ডেমোক্রেটরা। মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রতিনিধি পরিষদের ডেমোক্রেট স্পিকার ন্যান্সি পেলোসির নির্ধারিত সময়ে যাত্রার কয়েক ঘণ্টা আগে বৃহস্পতিবার সন্ধ্যায় তার সফর বাতিল করে দেন ট্রাম্প। এএফপি

 

সর্বশেষ খবর